অ্যান্ড্রয়েড পাই আপডেট পাচ্ছে হুয়াওয়ে পি২০ লাইট

২ আগষ্ট, ২০১৯ ১৪:০৬  
চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি হুয়াওয়ে তাদের ইএমইউআই ৯.০ উন্মোচনের পরিকল্পনা ঘোষণা করেছে। আর এই আপডেট পাওয়ার তালিকায় রয়েছে হুয়াওয়ে পি৩০ লাইট, পি২০ লাইট, নোভা ৩আই এবং ওয়াই৯। ইএমইউআই ৯.১ আপডেটটি অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে আনা হয়েছে, যাতে অনেকগুলো বড় ধরণের পরিবর্তন, ত্রুটি দূর এবং সিস্টেমটি উন্নত করা হয়েছে। আগামী ১৩ আগস্ট থেকে হুয়াওয়ে পি২০ লাইট অ্যান্ড্রয়েড পাই আপডেট পেতে শুরু করবেন। টুইটারে এক প্রশ্নের জবাবে হুয়াওয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ডিবিটেক/বিএমটি